Headlines
পাইল ক্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা। Detailes of Pile Cap

পাইল ক্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা। Detailes of Pile Cap

পাইল ক্যাপ সম্পর্কে বিস্তারিত

হ্যালো প্রিয় সিভিল ইঞ্জিনিয়ার ভাই ও বোনেরা কেমন আছেন?আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদের কাছে পাইল ক্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আশা করি এই পোস্ট আমাদের কর্মক্ষেত্রে উপকারে আসবে।



পাইল ক্যাপ কেন আমরা ব্যবহার করি/পাইল ক্যাপ কাকে বলে?

নিচে পাইল ক্যাপ কেন ব্যবহার করা হয় তা দেওয়া হল:-

বিল্ডিং বা অন্য কোন অবকাঠামোর উপর আগত লোডসমূহ পাইলের মধ্যে ট্রান্সফার করার জন্য পাইল ও মূল বুনিয়াদের সংযোগ স্থলে পুরু কনক্রিটের ব্লককে পাইল ক্যাপ (Pile Cap) বলে।

 বহুতল ভবন, ব্রীজ, ভারী কোন অবকাঠামোর কলাম বা পিলার ও পাইলের সংযোগস্থলে যে কাঠামো নির্মাণ করা হয় তাকে পাইল ক্যাপ বলে। এটি মূলত,গভীর ভিত্তি (Deep Foundation) এর একটি বিশেষ অংশ। 

পাইল ক্যাপ অবকাঠামোর লোডসমূহকে এক বা একাধিক পাইলের উপরে, তারপর পাইল ক্যাপের সংস্পর্শে থাকা দৃঢ় মাটিতে লোড স্থানান্তর করে। যদিও আমাদের দেশে এই ধারণাটা সহজভাবে নেয়া হয় না। তাই অধিক সময় অবকাঠামো থেকে সকল আগত লোডসমূহকে পাইলের উপর ধরে ডিজাইন করা হয়।

পাইল ক্যাপ ব্যবহারের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

১। পাইল ক্যাপ বিল্ডিং এর অতিগুরুত্ব পুর্ন অংশ।

২। পাইল ক্যাপ বিল্ডিং এর সকল লোড পাইলে স্থানান্তর করে।

৩। দৈর্ঘ্য প্রস্থ সমান এমন পাইল ক্যাপ কে বর্গাকার পাইল ক্যাপ দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড় হলে তাকে আয়তাকার পাইল ক্যাপ বলা হয়।

৪। পাইল ক্যাপ এর পুরুত্ব মাটির বিয়ারিং ক্যাপাসিটির ও বিল্ডিং এর লোডের উপর নির্ভর করে।

৫। পাইল ক্যাপ এর রড সাধারন্ত সিঙ্গেল জালী হয়, তবে অনেক ক্ষেত্রে ডাবল জালী হয়।

৬। পাইল ক্যাপ এর রডে এল বা মাটাম লাগে।

৭। পাইল ক্যাপ ঢালায়ের আগে আমরা পাইলের মাথা ভেঙ্গে রড বের করি তারপর পাইল ক্যাপ এর নীচে বালি

দিয়ে ড্রেসিং লেভেলিং পানি দিয়ে কম্পেটিং পলিথিন সোলিং সিসি করে (সিসি করার সময় খেয়াল রাখতে

হবে য়েন পাইলের মাথার উপর না যায়) তার পর রড বাইন্ডিং করে সাটারিং করে ঢালায় করা হয়।

৮। পাইল ক্যাপ এর ঢালায়ের পুরুত্ব বেশী থাকায় ভালভাবে ভাইব্রেটিং করা উচিৎ যেন ভিতরে ভয়েড না থাকে।

৯। পাইল ক্যাপ ঢালায়ের সময় কলামের সেন্টার যেন কোন সমস্যা না হয়।

১০। ভালভাবে কিউরিং করতে হবে।

১১। সাটারিং খোলার সময় খেয়াল রাখতে হবে যেন পাইল ক্যাপ এর কোন প্রকার ক্ষতি না হয়।

পাইল ক্যাপ চেক লিষ্ট 

আপনি যদি একজন দক্ষ সাইট ইঞ্জিনিয়ার হতে চান তাহলে অবশ্যই পাইল ক্যাপ চেক লিষ্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে। চলুন জেনে নেই পাইল ক্যাপে কি কি চেক করতে হবে।


• পাইলের উপর থেকে দুর্বল কংক্রিট সরিয়ে ফেলুন

• শাটার এর সকল ছিদ্র বা ফাকা বন্ধ করতে হবে

• সব সাইট শলে (সঠিক উলম্ব) রাখতে হবে

• সাটার এর সাপোর্ট ভালভাবে চেইক করতে হবে যাতে করে সাটার ঢালাই এর সময় খুলে না যায় বা ঢালাই মোটা না হয়

• সাটারে কংক্রিট ঢালার লেভেল মার্কিং করতে হবে

• কলামের রডের আনুভুমিক সাপোর্ট কংক্রিট লেভেল এর উপরে থাকতে হবে

• ক্লিয়ার কভার ভালমত চেইক করতে হবে

• রড বাধাই এর তারের কোন অংশ যেন কংক্রিট কভারের মধ্যে না যায় খেয়াল রাখতে হবে

• কলাম রিং নিচে, মাঝে ও উপরে দিতে হবে। কংক্রিট এর চার ইঞ্চ উপরে একটি রিং দিতে হবে।

• কলামের রড শলে (উলম্ব/খাড়া) রাখতে হবে

• কংক্রিট ঢালার পুর্বে ভালভাবে পরিস্কার করতে হবে।


Related Articles

0 Comments: